রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ

শেয়ার করুন

sister 2

।। তামান্না ফারজানা, যশোর ।।

ঢাকার আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিখোঁজ তিন বোনকে শুক্রবার  সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁনপাড়া এলাকার দাদা বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন উদ্ধারকৃতদের বরাত দিয়ে জানান, উদ্ধারকৃত রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরী (১৭) যশোর সদর উপজেলার চাঁদপাড়া পশ্চিমপাড়ার পাড়ার বাসিন্দা রফিকুজ্জামানের মেয়ে । রফিকুজ্জামান একজন স্কুল শিক্ষক। ২০১৩ সালে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেয় তার খালা সাজিয়া নওরিন চৌধুরী এবং জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীর লালন-পালনের দায়িত্ব নেয় সামিয়ারা চৌধুরী। কিন্তু তাদের বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া হতো না এবং তাদের উপর অত্যাচার করা হতো। তাই তারা তিনবোন পরামর্শ করে ঢাকা থেকে পালিয়ে যশোরে দাদার বাড়ী চলে আসে।
তিনি আরো জানান, এই তিন বোন নিখোঁজ হওয়ার পর তাদের খালা সাজিয়া নওরিন আদাবর থানায় একটি নিখোঁজ জিডি করেন। তারই সূত্র ধরে তাদেরকে উদ্ধার করা হয়েছে।