রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষিকার স্থায়ী বরখাস্ত চান শিক্ষার্থীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষিকার স্থায়ী বরখাস্ত চান শিক্ষার্থীরা

শেয়ার করুন

Sirajganj

।। সিরাজগঞ্জ প্রতিনিধি ।।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিথিল করা হলেও আজো ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও গতকাল শনিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আশ্বাসের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল।
শিক্ষার্থীরা বলছেন, ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চলবে। একই সাথে তদন্ত ও প্রশাসনিক কাজে সহায়তার জন্য ক্যাম্পাসে অবস্থান করার কথা জানান শিক্ষার্থীরা।

কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ১৪ শিক্ষার্থীকে চুল কেটে দেয়ার অভিযোগ ওঠে একই বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। তবে তার স্থায়ী বহিষ্কারের জন্য আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এদিকে  শিক্ষার্থীরা জানান, তদন্ত শেষে যদি অভিযুক্ত সেই শিক্ষিকার চুরান্ত শাস্তি না হয় তাহলে আবারও জোড়ালো আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।