‘যুক্তরাষ্ট্রের হয়রানীমূলক প্রস্তাবের কাছে নতি স্বীকার করবে না ইরান’

‘যুক্তরাষ্ট্রের হয়রানীমূলক প্রস্তাবের কাছে নতি স্বীকার করবে না ইরান’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

নতুন করে পরমাণূ চুক্তি করতে যুক্তরাষ্ট্রের হয়রানীমূলক প্রস্তাবের কাছে নতি স্বীকার করবে না ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

রেকর্ডকৃত এক অডিও বার্তায় এই কথা বলেন তিনি। তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি চুক্তি ভংগ করে তবে ইরানও তার অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন চুক্তির ব্যপারে কোন ধরণের সমঝোতা অথবা ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেবে এ ধরণের কোন প্রস্তাবে রাজি হবে না ইরান।এর আগে এক জ্যষ্ঠ মার্কিন কুটনীতিক আশংক প্রকাশ করেন যুক্তরাষ্ট্র যদি পরমাণূ চুক্তি থেকে সরে আসে তবে চুক্তিটি বাতিল হয়ে যেতে পারে।