যুক্তরাজ্য পার্লামেন্টে সংখ্যালঘু সরকার গঠনে ঐকমত্য

যুক্তরাজ্য পার্লামেন্টে সংখ্যালঘু সরকার গঠনে ঐকমত্য

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাজ্যে সংখ্যালঘু সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে কনজারভেটিভ পার্টি এবং নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি। নির্বাচনি ফলাফল ঘোষণার দুই সপ্তাহ সরকার গঠনে একমত হলো দল দুটি।

এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ডিইউপি’র সঙ্গে জোট বাধার সিদ্ধান্ত নেয় থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি। দলটি থেকে ১০ এমপি’র সমর্থন পাবে কনজারভেটিভরা। গত ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পায় ৩১৮ আসন।

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬ আসন। সহযোগী দল ডিইউপি’কে সঙ্গে নিয়ে মিত্রতার সঙ্গে কাজ করতে চান থেরেসা। দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান। দুই দলের

এই ঐকমত্যকে নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন ডিইউপি নেতা আরলেন ফস্টার।