যশোরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

যশোরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

শেয়ার করুন

 

242575618_366757908506409_8191818801883766431_n

।। তামান্না ফারজানা, যশোর ।।

যশোরে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সন্ধ্যা ৬টার দিকে থানা থেকে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি গণপিটুনির ফলে ঐ যুবক হার্টঅ্যাটাক করেছে। নিহত রবিউল ইসলাম যশোর শহরের পালবাড়ি পাওয়ারহাউজ মোড় এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্লাসহ চারজন আজ যশোরে ইজিবাইক কিনতে আসেন। ইজিবাইক কিনে তারা সেটি চালিয়ে নিজ গ্রামের উদ্দেশে রওয়ানা হন। বিকেল চারটার দিকে তারা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় পৌঁছাল রবিউল ইসলাম তাদের গতিরোধ করে এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। তাকে ৫শ’ টাকা দিলে তা ফেলে দেয়। এরপর আরো বেশি টাকা দাবি করে। এরপর সে ইজিবাইকে উঠে হুমকি ধামকি শুরু করলে মালেক মোল্লা চিৎকার দেয়। এসময় জনতা এসে তাকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো দাবি করেন, রবিউল ইসলাম হার্টঅ্যাটাকে মারা গেছেন।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রবিউল ইসলামকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। কি কারণে তিনি মারা গেছেন সে বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক।