ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

শেয়ার করুন

Corona
।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।
করোনা পজিটিভে মারা গেছেন ময়মনসিংহ সদরের খোদেজা (৫৫), মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দা উপজেলার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাট উপজেলার আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল সালেহ (৭০)।

এছাড়াও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরণ (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের মো. বিল­ল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৬৫) মারা গেছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন। তিনি আরো জানান করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন, ২৬ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০ টি নমুনা পরীক্ষায় আরো ১৩৯ জনের দেহে করোনার পজিটিভ পাওয়া গেছে,শনাক্তের হার ২৩.১৬ শতাংশ।করোনায় জেলায় এখন পর্যন্ত ২২২জন মারা গেছেন ,মোট ১৮ হাজার ৯৯৫ জন আক্রান্ত এবং ১৪ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন।