ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

শেয়ার করুন

 


1636557373_01-Daily-Inqilab।। ময়মনসিংহ প্রতিনিধি ।।

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিস্কার পাঁচজন যাত্রী নিহত অপর একজন আহত হয়েছে।

ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর স্থানে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানিয়েছেন।

ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলে ত্রিশালের বাবুপুরের হাজি কালিমুদ্দিন ও বীর রামপুর ভাটিপাড়ার অটোচালক আব্দুস সাত্তার নিহত এবং আরো চারজন যাত্রী আহত হয়।

আহত চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন বাঘাদাড়িয়ার মিনা আক্তার, চকরামপুরের সোহরাব উদ্দিন ও বাগানের সালাম নবী মারা যায়।

তিনি জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল সিএনজিটি। এ সভয় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে রামপুর সড়কে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা বেগম, সালাম নবী ও সোহরাব উদ্দিন মারা যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।