মোদী-জিনপিংয়ের তাৎপর্যপূর্ণ বৈঠক

মোদী-জিনপিংয়ের তাৎপর্যপূর্ণ বৈঠক

শেয়ার করুন

pm-modi-in-china

ডেস্ক রিপোর্ট:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে চীনে গেছেন। সেখানে তিনি প্রথম দিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের হুবেই প্রদেশের উহান শহরে দুই নেতার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, পূর্ব নির্ধারিত কোন অলোচ্যসূচি ছাড়াই বৈঠকে বসবেন দুই নেতা। তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবেন। বিশেষ করে বৈশ্বিক শাসন পদ্ধতি এবং আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে পারেন তারা।

বিশ্লেষকদের মতে, ডোকলাম সীমান্তে উত্তেজনার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে এমন অনানুষ্ঠিক বৈঠক বিশেষ গুরুত্ব বহন করবে। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে বলে মনে করছেন তারা।