মেসির ২১ মাসের জেল বহাল

মেসির ২১ মাসের জেল বহাল

শেয়ার করুন

lionel-messi-juventus-barcelona_1jnfoacxoysd61s2esdr0hzyp4এটিএন টাইমস ডেস্ক:

বহাল থাকছে মেসির ২১ মাসের শাস্তির আদেশ। বুধবার তার আপিল খারিজ করে দেন বার্সেলোনার আদালত। গত জুলাইয়ে বার্সেলোনার আদালত মেসিকে ২১ মাসের শাস্তি ঘোষণা করে। এর বিরুদ্ধে ১ মাস আগে আপিলও করেন মেসি।

তবে বুধবার স্পেনের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। সঙ্গে বর্সা ফরোয়ার্ডকে গুনতে হবে ২০ লাখ ইউরো জরিমানা। তবে মেসিভক্তদের স্বস্তি, জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা অধিনায়ককে।

স্পেনের নিয়ম অনুযায়ী প্রথম অপরাধ অহিংস হলে এবং শাস্তি যদি ২৪ মাসের কম হয় তাহলে কারাগারে যেতে হয় না। একই অপরাধে মেসির পিতা সার্জিও মেসির শাস্তি ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে।