মেসির হ্যাটট্টিকে ইনিয়েস্তাকে বার্সার বিশেষ উপহার

মেসির হ্যাটট্টিকে ইনিয়েস্তাকে বার্সার বিশেষ উপহার

শেয়ার করুন

eniyesta

স্পোর্টস ডেস্ক:

চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লিগের শিরেপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। শিরোপা নিশ্চিতের ম্যাচে মেসির হ্যাট্টিকে দের্পোতিভোকে তারা হারিয়েছে ৪-২ গোলে। এর ফলে মেসি ও ইনিয়েস্তা রেকর্ড নবমবার লা লিগা শিরোপা জিতলেন।

জিতলেই চ্যাম্পিয়ন। এই সমীকরণে দের্পোতিভোর মাঠে তাদেরই বিপক্ষে নামে বার্সেলোনা। গোল করতে খুব বেশি সময় নেয়নি কাতালান ক্লাবটি। সপ্তম মিনিটে ওসমান ডেম্বেলের পাসে বুদ্ধিদীপ্ত টোকা লাগিয়ে কাতালানদের উৎসবের উপলক্ষ্য এনে দেন ফিলিপে কুতিনহো।

এর পর গোটা ম্যাচে রাজত্ব ছিল শুধুই লিওনেল মেসির। ৩৮ মিনিটে করেন নিজের প্রথম গোল। সুয়ারেজের দেয়া বল তিনি পাঠান জালে। এর পর ৪০ ও ৬৪ মিনিটে দুই গোল করে সমতায় ফেরে দেপোর্তিভো।

৮২ মিনিটে আবারো মেসি-নৈপুন্যে এগিয়ে যায় বার্সা। সুয়ারেজের পাস ধরে বল জালে পাঠান লিও। শেষের গোলটিও হয়েছে মেসি-সুয়ারেজ দ্বৈতের নৈপুন্যে। ৮৫ মিনিটের এই গোলেই দলের বড় জয়ের সাথে হ্যাটট্রিক পূর্ণ হয় মেসির।

৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে বার্সেলোনার। তবে এখন শুধু দেখার রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মাঝে কে হয় দ্বিতীয় আর তৃতীয়।