মুক্তি পেয়েও মেলেনি ‘মুক্তি’

মুক্তি পেয়েও মেলেনি ‘মুক্তি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

৬৮ বছরের বঞ্চনার অভিশাপ থেকে মুক্তি পেয়ে নতুন দেশ ও লাল সবুজের একটি পতাকা পেলেও, এখনো অর্থনৈতিক ও নাগরিক অধিকার বঞ্চিত ছিটমহলের মানুষ। দুই বছরেও নীলফামারীর চারটি ছিটমহলে তৈরি হয়নি রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। হয়নি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।

২০১৫ সালের ১ আগস্ট দুই দেশের ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ৬৮ বছরের বন্দীদশা থেকে মুক্তি পায় নীলফামারীর চারটি ছিটমহলের সাড়ে ছয়শ মানুষ। বিদ্যুতের পাশাপাশি অনেকে পেয়েছেন টিউবঅয়েল ও লেট্রিন। তবে অবকাঠামোগত উন্নয়ন এখনো অধরা।

শুধু উন্নয়ন নয়, ভোটের মতো প্রধান নাগরিক অধিকার থেকেও বঞ্চিত নতুন বাংলাদেশীরা। তাদের নিজ নিজ এলাকায় টানতে আদালতের দ্বারস্থও হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।তবে সাবেক ছিটমহলের এসব মানুষের জীবন-মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানালেন জেলা প্রশাসক। আর আদালতে রিটের নিষ্পত্তি হলে নির্বাচন করা হবে বলে জানান জেলা নির্বাচন অফিসার।