মিয়ানমারে সেনা অভিযান, ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা

মিয়ানমারে সেনা অভিযান, ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা

শেয়ার করুন

Miyanmar

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মিয়ানমারের সাগাইং নামে ১১ জনকে গুলি করে হত্যার পর লাশ ও পুড়িয়ে দিয়েছে সামরিক জান্তারা।

রয়টার্স জানিয়েছে,  মিয়ানমারে সেনা অভ্যুথানের পর সেনাবাহিনীর বিরোধিতা করে দেশটিতে গড়ে ওঠা মিলিশিয়াদের সাথে ওই গ্রামে এর আগে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা বলছেন, গুলি করে শরীরে আগুন দেওয়ার সময়ও কয়েকজন জীবিত ছিলেন।

এসব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমার নাউসহ বেশ কিছু গণমাধ্যম। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে জানতে এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার সেনারা দন তাও গ্রামে গিয়ে বেলা ১১টার দিকে ওই হত্যাকাণ্ড চালানো হয়।

তিনি বলেন, সেনারা যাঁকে সামনে পেয়েছেন, তাঁকেই হত্যা করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি, নিহত ব্যক্তিরা মিলিশিয়া সদস্য, নাকি জনসাধারণ।

সেনা অভ্যুথানের পর মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠিত হয়েছিল, তারা নিহত ১১ জনের একটি তালিকাও প্রকাশ করেছে।

তাদের দাবি, নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোর রয়েছে। তাদের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে জান্তা সরকারের কাছ থেকে কেনো মন্তব্য পাওয়া যায়নি।