মিয়ানমারের কাছে প্রতিবেদন চেয়েছে জাতিসংঘ

মিয়ানমারের কাছে প্রতিবেদন চেয়েছে জাতিসংঘ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর মিয়ানমার সেনাদের ধর্ষণ ও যৌন নিপীড়ন সম্পর্কে দেশটির সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে, জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ক সহযোগী সংস্থা সিডও। আগামী ছয় মাসের মধ্যে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার ২৩ জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের পর্যবেক্ষক প্যানেল, রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সংঘটিত ধর্ষণ ও যৌন নিপীড়নের বিস্তারিত জানতে চেয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী কেন ও কীভাবে এই নির্যাতন চালিয়েছে এবং তাদের হামলায় কতো নারী নিহত হয়েছে, তার বিস্তারিত বিবরণ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। সেই সাথে জড়িত সেনা সদস্যসহ অন্য অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে কিনা এবং হয়ে থাকলে, তাদের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানাতেও বলা হয়েছে।

মিয়ানমারের কাছ থেকে পাওয়া প্রতিবেদন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে হস্তান্তর করবে এ প্যানেল।