মসুলে ৮ মাসে ৭৪১ বেসামরিক নাগরিক খুন

মসুলে ৮ মাসে ৭৪১ বেসামরিক নাগরিক খুন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরাকের মসুল শহরে জঙ্গিগোষ্ঠী আইএস গত ৮ মাসে ৭৪১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল মুক্তির চূড়ান্ত লড়াইয়ের সময় এইসব বেসামরিক মানুষকে গলা কেটে এবং গুলি করে হত্যা করে তারা।

প্রতিবেদনে আরো বলা হয়, মসুল শহরটির বহু মানুষকে আইএস মানবঢাল হিসেবে ব্যবহার করেছে। এসময় মোট ২ হাজার ৫২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই আইএসের হামলায় নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হোসেইন এক বার্তায় বলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

গত ১০ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আনুষ্ঠানিকভাবে মুসল শহরে আইএসের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিজয় ঘোষণা করেন। পরাজয়ের আগ পর্যন্ত এই মসুল শহর ছিল আইএস জঙ্গিগোষ্ঠীর প্রধান ঘাঁটি।