মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে যেতে প্রস্তুত জেলেরা

মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে যেতে প্রস্তুত জেলেরা

শেয়ার করুন

Hilsha

।। নিজস্ব প্রতিবেদক ।।

আজ (সোমবার) মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যাত্রা করবে হাজার হাজার ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়খালী, চাঁদপুর ও বরিশালসহ সারাদেশের জেলেরা।

গত ৪ অক্টোবর থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজনন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষনা করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো।

চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়।
২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ জেলার ১৫১টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়। গত বছরের চেয়ে বেশি ২৭ হাজার ৬০২টি জেলে পরিবারকে এবার বরাদ্দের আওতায় আনা হয়েছে। এর আওতায় প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই এ বছর ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।