ভারতে পর্যটন বিষয়ক বই থেকে বাদ তাজমহল!

ভারতে পর্যটন বিষয়ক বই থেকে বাদ তাজমহল!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর প্রদেশে পর্যটন বিভাগের নতুন এক বইয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের কথা উল্লেখ নেই। এই নিয়ে দেশটির বিভিন্ন মহলে বিস্ময় ও ক্রোধের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর ওই বই প্রকাশ করা হলো।

এতে রাজ্যের চলতি কয়েকটি পর্যটন প্রকল্পের কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্পটের কথা উল্লেখ রয়েছে। এসব জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গোরকপুর শহরে যে মন্দিরের প্রধান পুরোহিত, সেই মন্দিরের কথা থাকলেও রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থাপনা তাজমহলের কোনো উল্লেখই নেই।

এ ব্যাপরে আদিত্যনাথ বলেন, ভারতীয় সংস্কৃতির সাথে তাজমহলের কোনো সম্পর্ক নেই। তার ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। প্রেরণা বক্সি নামে একজন বিদ্রুপ করে টুইটারে লিখেছেন, “তাজমহল এখন আর পর্যটন গন্তব্য নয়। ইউনেস্কোর এখন উচিৎ গোরকপুরে যোগী আদিত্যনাথের গোশালাকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করা।