ভারতে ধর্মগুরু দোষি সাব্যস্ত হওয়ার পর সহিংসতায় নিহত ১২

ভারতে ধর্মগুরু দোষি সাব্যস্ত হওয়ার পর সহিংসতায় নিহত ১২

শেয়ার করুন

ram rahimবিশ্ব সংবাদ ডেস্ক:

ভারতে বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ব্যাপকমাত্রায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৭০ জন।

রাম রহিমের উত্তেজিত ভক্তরা পাঞ্জাবের কয়েকটি শহরে তাণ্ডব চালিয়েছে। রাজ্যের মানসা আর মলোটে বিতর্কিত ধর্মগুরুর ভক্তরা দুটি রেল স্টেশনে আগুন লাগিয়ে দেয়। রাস্তায় নেমে ভক্তরা গাড়ি ভাঙচুর করে এবং গণমাধ্যমের ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যাবহার করেছে পুলিশ।

ফিরোজপুর জেলায় প্রশাসন কারফিউ জারি করেছে। এদিকে বিক্ষুব্ধ সমর্থকরা হরিয়ানার বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িতে ও কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলছে কড়া তল্লাশি। পরিস্থিতি উত্তরণে পাঞ্জাব ও হরিয়ানার মূখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।