ব্রিটেনে বড় ধরণের হামলার আশংকা দেশটির প্রধানমন্ত্রীর

ব্রিটেনে বড় ধরণের হামলার আশংকা দেশটির প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেক:

ব্রিটেনে আবারো বড় ধরনের হামলার আশংকা করছনে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। আরও বড় ধরনের আশঙ্কা ‘তীব্র’ থেকে ‘সংকটপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্ভাব্য হামলা রুখতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন থেরেসা মে। গত সোমবারের হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়া সব রাজনৈতিক দল।

হামলার পর ব্রিটিশ সরকারের সংকট প্রতিহত কমিটির এক জরুরি বৈঠকের নেতৃত্ব দেন মে। বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, আরেকটি হামলার আশঙ্কা এখন শুধু তীব্র নয় বরং তা অত্যাসন্ন।