ব্রাসেলসে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে তিন দেশের আলোচনা

ব্রাসেলসে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে তিন দেশের আলোচনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইরানের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। জাভেদ জারিফ বলেন, পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও ইরান এই চুক্তি রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাবে।

তবে এই চুক্তির ভাগ্য নির্ভর করছে আগামী দিনে পারস্পরিক আলোচনার সাফল্যের ওপর। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটির সমাধান করার জন্য আরও আলোচনা করবেন।

এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সমাধান খোঁজার জন্য একমত হয়েছেন তাঁরা। ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন বজায় রাখার এবং ইরানি তেল রপ্তানি ও ইউরোপীয় ব্যাংকগুলোতে রপ্তানি খাতের লেনদেন অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।