বেসরকারি খাতে ব্যাংক ঋণ কমছে

বেসরকারি খাতে ব্যাংক ঋণ কমছে

শেয়ার করুন

1575521904-NAGORIKBARTA-1-Bankনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতে ব্যাংক ঋণ কমছে। এ খাতে  ঋণের হার দশ বছরের মধ্যে সবচেয়ে কম। প্রশ্ন হচ্ছে কি এমন পরিস্থিতি যে কারনে এই করুন দশা ? আর এর প্রভাবই বা কতটা পড়ছে অর্থনীতিতে?

ব্যাংক ঋণের ক্ষেত্রে একবারে, করুন দশা বেসরকারি খাতে। এমন পরিস্থিতি ২০১৩-১৪ সালের জ্বালাও পোড়াও এর সময়ও ছিলনা।

হিসাব দেখলেই বিষয়টি পরিস্কার হবে। এ বছরের অক্টোবরে বেসরকারি খাতে ব্যাংক ঋণ হার ছিল ১০.৪ শতাঙশ। অথচ ১৪ সালে ছিল ১২.০৩ আর ১৩ তে ছিল ১০.৮০। কারন হিসেবে বলা হচ্ছে সরকারের ঋণ নেয়া বেড়েছে। উল্টোদিকে খেলাপি ঋনের কারনে সুদের হার বাড়ায় কমেছে বেসরকারি ঋণ।যার প্রভাব পড়ছে বিনিয়োগ আর কর্মসংস্থানে।

বিশ্লেষকরা বলছেন,সুদের না কমলে আগ্রহী হবেনা বেসরকারি খাত। আর সেজন্য কমাতে কমাতে হবে খেলাপী ঋণ।

কিন্তু খেলাপী ঋণ কমানোর চেষ্টা তো কম করলনা অর্থমন্ত্রী। নিল নানা উৃদ্যোগ। দিল নানা সুবিধা। তারপরেও তো বাড়ছে খেলাপী ঋণ। অবশ্য সবশেষ এবার কমিটি গঠন করে সুখবর দিতে চান অর্থমন্ত্রী।

এরই মধ্যে সেই কমিটিও করেছে বাংলাদেশ ব্যাংক। এখন অপেক্ষা রিপোর্টের।কিন্তু পরিস্থিতি কি সত্যিই বদলাবে? সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।