বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোবরাব থেকে আন্দোলন

বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোবরাব থেকে আন্দোলন

শেয়ার করুন

qouta reform

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন না হলে রোববার থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিগগিরই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আজ মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা হাতে লেখা প্লেকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিল বিষয়ে দেয়া ঘোষণার বাস্তবায়ন দাবি করেন।

একই সঙ্গে বিষয়টি অচিরেই প্রজ্ঞাপন আকারে প্রকাশেরও দাবি জানান তারা। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চলছে। এরই মাঝে গত এপ্রিলের শুরুর দিকে টানা দু’দিন নানা অপ্রীতিকর ঘটনার মাঝে, প্রধানমন্ত্রী সংসদে দেওয়া ভাষণে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের ঘোষণা দেন।