বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে সরকার

বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে বিশ্ব ব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চেয়েছে সরকার।

এর আগে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা বিষয়ে বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কেরন। পরে দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বেলন, বিশ্ব ব্যাংক ২৫ কোটি ডলারের বড় একটা অংশই দেবে বলে জানিয়েছেন।

তবে কত দিচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজার রোহিঙ্গা শিশুকে বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা দেয়া হয়েছে। এক সপ্তাহর মধ্যে সব শিশুর টিকা দেয়া শেষ হবে।