বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

শেয়ার করুন

oil_sm20160424170551

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইউরোপ ও আমেরিকায় জ্বালানি তেলের দাম কমেছে। অপরিশোধিত তেলের দাম কমেছে চার শতাংশের বেশি। এশিয়ার বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই-এর দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি প্রায় চার ডলার বা সাড়ে ৫ শতাংশ কমে ৬৬ ডলারে নেমে এসেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে নতুন করে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে।

ওয়েল প্রাইসের তথ্যমতে, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দরপতন হয়েছে দুই দশমিক নয় শতাংশ। তবে এদিন বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। গত ২৭ অক্টোবর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৮৫ ডলার ছাড়িয়ে ৮৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। এরপর থেকেই তা কমতে থাকে।