বিলীনের পথে পটুয়াখালী ও শরীয়তপুরের গ্রামের পর গ্রাম

বিলীনের পথে পটুয়াখালী ও শরীয়তপুরের গ্রামের পর গ্রাম

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অব্যাহত নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পটুয়াখালী ও শরীয়তপুরের গ্রামের পর গ্রাম। নদী ভাঙ্গনে প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি। নি:স্ব হয়ে পড়ছে শত-শত পরিবার। পৈত্রিক ভিটেবাড়ি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকে।

বর্ষা এলেই খরস্রোতা হয়ে ওঠে পটুয়াখালীর আন্ধারমানিক, রামনাবাদ, আগুনমুখা, ডিগ্রি দাড়চিরা, বুড়া গৌরাঙ্গ, লোহারিয়া নদী। ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র নদী ভাঙ্গন। অস্বাভাবিক জোয়ারে নদী পাড় আর বেরিবাঁধ ভেঙ্গে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম।

নদীভাঙ্গন

ভাঙ্গনের হাত থেকে বাদ যাচ্ছে না খাদ্য গুদাম ও সাইক্লোন শেল্টারও। যেসকল কৃষকের জমি রয়েছে তাও চাষাবাদ করা যাচ্ছে না জলাবদ্ধতার কারণে। অনেকে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর।

বরাদ্দ পাওয়া গেলে ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচরের কলমিরচর গ্রামে শতাধিক বাড়ি ঘর, মসজিদ গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরইমধ্যে নদী ভাঙ্গনে কয়েকশ পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

এলাকা পরিদর্শন করে গ্রামবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে দীর্ঘদিনের বসতি ভেঙ্গে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ছেন এলাকবাসী।