বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল করছে বামদলগুলো

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল করছে বামদলগুলো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল করছে বামদলগুলো। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এ হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। সকালে হরতালের সমথর্নে পল্টন থেকে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা।

মিছিল শুরুর আগে সিপিবি কার্যালয়ের সামনে থেকে কমপক্ষে ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়।পরে প্রেসক্লাবের সামনে গিয়ে তারা অবস্থায় নেয়।

সেখানে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন বামদলের নেতাকর্মীরা। এর আগে গত ২৩ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এ হরতালের ডাক দেয় বামপন্থি দলগুলোর জোট।