বাফুফে ভবনে শুরু হয়েছে এএফসিএ লাইসেন্স কোচেজ ট্রেইনিং

বাফুফে ভবনে শুরু হয়েছে এএফসিএ লাইসেন্স কোচেজ ট্রেইনিং

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে শুরু হয়েছে এএফসিএ লাইসেন্স কোচেজ ট্রেইনিং। যেখানে অংশ নিয়েছে প্রায় ৩০ জন কোচ। আর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বাফুফের টেনিক্যাল ডিরেক্টর পল স্মলি। বাফুফের চার বছর মেয়াদী পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল কোচেজ ট্রেইনিং প্রোগ্রাম। তারই ধারাবাহিকতায় শনিবার শুরু হয়েছে এএফসি এ কোচেজ ট্রেইনিং।

দেশি কোচদের সাথে আছেন বিদেশি কোচও। সব মিলে অংশ নিয়েছেন প্রায় ৩০ জন বি লাইসেন্স প্রাপ্ত কোচ। আর জাপান, চায়না, ইংল্যান্ডের পর এবার বাংলাদেশি কোচরা দীক্ষা নিচ্ছেন পল স্মলির কাছ থেকে।

এমন আয়োজন দেশের ফুটবলের ধারাকে পাল্টে দেবে বলে বিশ্বাস অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের। পল স্মলি বলছেন নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখলে বাংলাদেশের কোচরাই বিভিন্ন দেশে কোচিং করাতে পারবে।

ফুটবল ফেডারেশনের এই আয়োজন প্রসংসনীয়। এখন শুধু দেখার অংশ নেয়া কোচেরা প্রশিক্ষণের শিক্ষা কতটা কাজে লাগাতে পারেন।