বান্দরবানে ঝর্ণার জলে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ছেলে

বান্দরবানে ঝর্ণার জলে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ছেলে

শেয়ার করুন

Screenshot (415)
।। বান্দরবান প্রতিনিধি ।।

বান্দরবানে প্রবল বর্ষণের সময় পাহাড়ি ঝর্ণার পাশে ঝিরির মাটি ধসে পানিতে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর সকালে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হচ্ছেন- কৃষ্ণতী ত্রিপুরা ও তাঁর মেয়ে বাজেরুম ত্রিপুরা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ছেলে প্রদীপ ত্রিপুরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জগদীশ ত্রিপুরা জানান, গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবানের চিম্বুক সড়কের সাংঙ্গাই ত্রিপুরা পাড়ায় কৃষ্ণতী ত্রিপুরা তাঁর ছেলে ও মেয়েসহ ৪ জন বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় হঠাৎ প্রবল বৃষ্টিতে ঝিরির মাটি ধসে পড়লে চারজনই ঝর্ণার পানির মধ্যে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় কৃষ্ণতীর ছোট বোন রাম্বতি ত্রিপুরা সাঁতরে কুলে উঠে প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ হন একই পরিবারের তিনজন।

ইউনিয়ন পরিষদ সদস্য জগদীশ ত্রিপুরা আরো জানান, দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে পৌঁছাতে পারেনি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ একজনকে উদ্ধারে স্থানীয়দের তল্লাশি চলছে।