বাংলাদেশ-ভারতের মধ্যে ৪৫০ কোটি ডলারের এলওসি চুক্তি সই

বাংলাদেশ-ভারতের মধ্যে ৪৫০ কোটি ডলারের এলওসি চুক্তি সই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪৫০ কোটি ডলারের তৃতীয় ক্রেডিট লাইন -এলওসি চুক্তি সই হয়। ঢাকা সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বুধবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করেন।

এসময় দুই দেশের অর্থমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেওয়া হয়। এ চুক্তি সই হলে বাংলাদেশকে ভারতের দেওয়া সর্বমোট ক্রেডিট লাইনের পরিমাণ দাঁড়াবে ৮০০ কোটি ডলার।

তৃতীয় ডলার ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করবে।