‘বাংলাদেশের পোশাকের মান অনেক ভালো’

‘বাংলাদেশের পোশাকের মান অনেক ভালো’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশের পোশাকের মান অনেক ভালো, তবে কাজের পরিবেশ আরো উন্নত করতে হবে। বললেন, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পিটার ডি ভ্রিস।

আজ দুপুরে গাজীপুরের ভবানীপুরের মোশাররফ নিট কম্পোজিট ও জায়িন টেক্স কারখানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, এদেশের মজুরি সস্তা। বেশ কিছু কারখানার কাজের পরিবেশ আগের থেকে উন্নতও হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পোশাক শিল্পে দিন দিন উন্নতি করছে। এ খাতে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি।