বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ বলল রোবট সোফিয়া

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ বলল রোবট সোফিয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ বলে মন্তব্য করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়া। বাংলাদেশ ভবিষ্যতে তার মতো রোবট তৈরি করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করে মানবসদৃশ সামাজিক রোবট।

বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ শিরোনামে প্রযুক্তিমেলায় অংশ নেয় রোবট সোফিয়া। অনুষ্ঠানে দর্শকদের চিৎকারে কিছুটা সমস্যায় পড়তে দেখা গেছে সোফিয়াকে।

তবে বাংলাদেশে এসে হাজার হাজার তরুণ-তরুণীর সামনে উচ্ছাস প্রকাশ করে সোফিয়া। এ রোবট মানবী জানায়, বাংলাদেশ বিস্ময়কর এবং সুন্দর। অনুষ্ঠানে সোফিয়ার নির্মাতা ডেভিট হ্যানসন বলেন, ওপেন সোর্সে আছে সোফিয়ার সফটওয়্যার। এটা কাজে লাগিয়ে যে কেউ রোবট বানাতে পারে।