বরগুনায় নিরাপদ নৌ ভ্রমন নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বরগুনায় নিরাপদ নৌ ভ্রমন নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন
Barguna

বরগুনা প্রতিনিধি।।

নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতের দাবিতে বরগুনা প্রেসক্লাবের চত্বরে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে মানববন্ধনটি বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে পরিচালিত হয়।

মানববন্ধনে যাত্রীদের জানমাল রক্ষার্থে ৬ দফা দাবি তুলে ধরেন সংগঠনটি দাবিগুলো হলো, প্রত্যেক দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে হবে, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না

এ মানববন্ধনে অংশগ্রহণ করেন, সাইক্লিং সোসাইটি বরগুনা, চাইল্ড হবেন একাডেমী বরগুনা, বরগুনা সাইকেলিং কমিউনিটি, সানমুন একেডেমি সহ আরো অনেক সংগঠন

মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনাতে লঞ্চ সিন্ডিকেট বন্ধ করতে হবে, যাত্রীদের নিরাপদে যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা জোর দাবি জানায় এবং কঠিন হুঁশিয়ারি দিয়ে বলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না বরগুনা লঞ্চ চলতে হলে আমাদের দাবি মানতে হবে।

বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি সভাপতি সঞ্জীব দাস বলেন, বরগুনাতে কোন লঞ্চ সিন্ডিকেট থাকতে পারবে না। দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।