বন্যায় পানি বেড়ে পরিস্থিতির আরও অবনতি হতে পারে: মায়া

বন্যায় পানি বেড়ে পরিস্থিতির আরও অবনতি হতে পারে: মায়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বন্যার পানি বেড়ে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পাশাপাশি, নতুন নতুন জেলা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। সকালে, সচিবলয়ে সাংবাদিকদের একথা জানান দূর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, ভারতের তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেয়া সম্পর্কে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। গতকাল পর্যন্ত বন্যা পর্যবেক্ষণ পয়েন্টের ৯০টির মধ্যে ১২টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

পানি বেড়েছে ৫৫টিতে। এখন পর্যন্ত বন্যা কবলিত ১৩ জেলার ৪৫ উপজেলার সাড়ে ৬ লাখ লোক পানিবন্দি। তবে, ত্রাণ-সামগ্রীর কোন ঘাটতি নেই। প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছে।