বগুড়ায় বাসের সাথে সংঘর্ষে ট্রাকচালক নিহত

বগুড়ায় বাসের সাথে সংঘর্ষে ট্রাকচালক নিহত

শেয়ার করুন

Bogura accident pic 08.6.21

দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি-এটিএন টাইমস

।। চপল সাহা, বগুড়া ব্যুরো।।

বগুড়া-রংপুর মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে  আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ
মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, সবজিবাহী একটি ট্রাক রংপুরের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে নাবিল
পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। যান দুটি বগুড়া সদরের বারপুরের এসওএস স্কুল
অ্যান্ড কলেজসংলগ্ন সুবিল খালের ব্রিজের ওপর পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক
আবুল হোসেন মারা যান। পালিয়ে যান ট্রাকের হেলপার। তবে বাসের কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে
পুলিশ।
পুলিশ জানায়, নাবিল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার শিকার ট্রাকটি উদ্ধার করে পুলিশের
হেফাজতে রাখা হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুর রশিদ বলেন, 'লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান
মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।