বগুড়ায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বগুড়ায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জে চারজনকে গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তরুণরা জানিয়েছে, একজনের সঙ্গে মাদকের টাকা নিয়ে বিরোধে তারা চারজনকে হত্যা করেছে।

দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাতে অভিযান চালিয়ে জুয়েল শেখ, আবুল কালাম আজাদ ও রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের তিনজনেরই বাড়ি শিবগঞ্জ উপজেলায়। পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারের পর তারা জানিয়েছে, নিহত জাকারিয়া জুয়েলের কাছে মাদকের বিক্রির টাকা পেত।

প্রায়ই ঝগড়া হতো তাদের। ৭ মে রাতে জুয়েল ও তার সহযোগীরা পাওনা টাকা পরিশোধের কথা বলে জাকারিয়া ও সাবুকে ডাবইর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে ৬ জন মিলে জাকারিয়া ও সাবুকে গলা কেটে হত্যা করে। এ সময় হেলাল ও খবির তা দেখে ফেললে তাদেরও গলা কেটে হত্যা করা হয়।

ভোরে ধান ক্ষেতে চারজনের মৃতদেহ পাওয়ার পর, জাকিরের পিতা ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।