ফনি দুর্বল হয়ে যাওয়ায় স্বস্তি চারদিকে, আশ্রয় কেন্দ্র ছেড়ে যাচ্ছে মানুষ

ফনি দুর্বল হয়ে যাওয়ায় স্বস্তি চারদিকে, আশ্রয় কেন্দ্র ছেড়ে যাচ্ছে মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে যাওয়ায় স্বস্তি চারদিকে, আশ্রয় কেন্দ্র ছেড়ে যাচ্ছে মানুষ। প্রাথমিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ার পর শনিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিং-এ বিস্তারিত জানানো হয়।

ঘূর্ণিঝড় ফণীর সবশেষ পরিস্থিতি জানাতে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিং-এ জানানো হয়, বাংলাদেশে আঘাত করার সময় প্রবল শক্তিশালী ঝড়টি দুর্বল হয়ে পড়ায় খুব বেশি ক্ষতি হয়নি।

তবে ঘূর্ণিঝড়ের সব রকম পরিস্থিতি মোকাবেলার প্রস্ততি ছিল সরকারের। ১৯টি জেলা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসা শুরু করেছে শনিবার থেকেই।

গত ২৪ এপ্রিল লঘুচাপ থেকে ২৬ এপ্রিল যখন ঘূর্ণিঝড়ে রূপ নেয় ফণী তখনই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করে সরকার। শুক্রবার সকাল থেকে উপদ্রুত এলাকার জনগনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার কাজ শুরু হয়।

প্রাথমিক হিসাব, ঘূর্ণিঝড়ে ফসলের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে খাদ্য মজুদও পর্যাপ্ত জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

ঘূর্ণিঝড়ে নিহতদের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।