প্রাইভেটে সেরা ব্র্যাক

প্রাইভেটে সেরা ব্র্যাক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে একটি র‍্যাংকিং নির্ণয় বিষয়ক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ও তৃতীয় স্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ রয়েছে।

চতুর্থ স্থানে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পঞ্চম স্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ফ্যাকচুয়াল স্কোর ও পারসেপচুয়াল স্কোর পদ্ধতির সমন্বয়ে গবেষণাটি পরিচালনা করেছে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড।

বাংলাদেশের ৮৩ টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করে নেওয়া হয় ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সেরা ২০টি বেসরকারী বিশ্ববিদ্যালয়।