প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই প্রকাশ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল। এতে পাস করেছে ১৪ দশমিক তিন পাঁচ ভাগ শিক্ষার্থী। রোববার ফল প্রকাশের আগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান দাবি করেন, প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি। এবার ৭১ হাজার ৫৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো, পাস করেছে ১০ হাজার ২৬৪ জন।

উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী ১৩ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে বিষয় পছন্দ করে ফর্ম পূরণ করতে হবে। গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।