প্যারিস জলবায়ু চুক্তি: অবস্থান বদলাতে পারেন ট্রাম্প

প্যারিস জলবায়ু চুক্তি: অবস্থান বদলাতে পারেন ট্রাম্প

শেয়ার করুন

paris pactএটিএন টাইমস ডেস্ক:

প্যারিস জলবায়ু চুক্তির ব্যাপারে নিজের বর্তমান অবস্থান থেকে সরে আসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ইঙ্গিত দেন।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্যারিস জলবায়ু চুক্তির প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন আসতে পারে। তবে কী হবে সেটা ভবিষ্যতই বলবে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার ছয় সপ্তাহ পর ট্রাম্প হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। এতে তিনি তাঁর নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আরো চিন্তা করতে পারবেন।