পোপের ‘রোহিঙ্গা’ উচ্চারণে মিয়ানমারে ক্ষোভ!

পোপের ‘রোহিঙ্গা’ উচ্চারণে মিয়ানমারে ক্ষোভ!

শেয়ার করুন

pope rohingya

এটিএন টাইমস ডেস্ক:

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরে ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করায় মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করছে। বাংলাদেশ সফরের আগে মিয়ানমারে পোপ প্রকাশ্যে রাখাইনের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা হিসেবে আখ্যায়িত করেননি।

তবে শুক্রবার ঢাকায় তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় পোপ তাদেরকে ‘রোহিঙ্গা’ হিসেবে আখ্যায়িত করেন।

মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি দেয় না। দেশটির সরকার, সেনাবাহিনী ও সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায় রোহিঙ্গাদের বাঙালি অবৈধ অভিবাসী হিসেবে দাবি করে। পোপের এই রোহিঙ্গা শব্দ উচ্চারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিয়ানমারের নাগরিকরা। পোপকে তারা বিক্রয়কর্মী ও দালাল বলেও তিরস্কার করে।