পায়রাসেতুর নাম শহীদ আলাউদ্দিনের নামে নাম করন করার দাবীতে বরিশালে মানব বন্ধন

পায়রাসেতুর নাম শহীদ আলাউদ্দিনের নামে নাম করন করার দাবীতে বরিশালে মানব বন্ধন

শেয়ার করুন

Screenshot (421)
।। স্টাফরিপোর্টার,বরিশাল ।।

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাট সড়কের পায়রা নদীর উপর লেবুখালীতে নির্মিত পায়রা সেতুর নামকরন ৬৯ এর গন অভ্যুথানে বরিশালে প্রথম শহীদ হওয়ায় শহীদ আলাউদ্দিনের নামে নামকরনের দাবীতে আজ সকালে বরিশাল নগরীর সদর রোডে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।

শহীদ আলাউদ্দিন স্মৃতিরক্ষায় ঐক্যবদ্ধ বরিশাল বাসীর ব্যানারে অনুষ্ঠিত এই মানব বন্ধনে অন্যদের মধ্যে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদরে সভাপতি বরিশাল জিলা পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী ও বরিশাল জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক পুস্প্য চক্রবর্তী বক্তৃতা করেন । বক্তারা ১৯৬৯ সালের গনঅভ্যূথানের সময়ে বরিশাল সদর রোডে মিছিলে ঐ সময়ে ইপিআর গুলিচালালে বরিশাল একে স্কুলের ছাত্র আলাউদ্দিন শহীদ হন । বক্তারা সদ্য নির্মিত পায়রা সেতুর নামকরন শহীদ আলাউদ্দিনের নামে করার জন্য দাবী জানিয়েছেন ।