পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান

পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, সন্ত্রাসীদের নির্মূল করতে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র।

বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মদ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস নিয়ে আলোচনা হয়। পাকিস্তান বিষয়ে একমত পোষণ করেন টিলারসন ও সুষমা স্বরাজ।

বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। সুষমা বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র আফগান নীতি বাস্তবায়নে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তখনই সৈন্য ফেরত নেবে যখন পাকিস্তান তার দেশে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও যুক্তরাষ্ট্র ও ভারতের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন তারা।