পাঁচ লক্ষ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন

পাঁচ লক্ষ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে বাস্তু চূত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা পাঁচ লক্ষ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

হাতের আঙ্গুলের ছাপ ও চোখের মনি স্ক্যান করে তৈরি এই পরিচয় পত্রটি সহজে নকল করা সম্ভব হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্য প্রাপ্তি সহজ হবে বলে মনে করে সংস্থাটি। বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গত বছর জুন মাস থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। একই সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর জানায়, চলতি বছর বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য প্রায় ৯২০ মিলিয়ন ডলারের সাহায্য প্রয়োজন।

এ পর্যন্ত রোহিঙ্গাদের সাহায্যে কর্মরত সরকারি বেসরকারি সবগুলো সংস্থা মিলে প্রয়োজনের এক তৃতীয়াংশেরও কম মাত্র ৩১৮ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা এসেছে। এমন প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করেছে জাতিসংঘের এই সংস্থাটি।