পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই সৌদিতে মাইক পোম্পেও

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই সৌদিতে মাইক পোম্পেও

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

তিনদিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও। শনিবার রিয়াদে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল-আল-জুবায়ের।

সৌদি আরব সফরে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত খালিদ-বিন সালমানের সংগে বৈঠক করা ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ-বিন-সালমানের দেয়া এক ভোজসভায় যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।এছাড়া জর্ডান ও ইসরায়েলও সফর করবেন পোম্পেও।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের সংগে সম্পর্ককে জোরালো করতে তাঁর এই সফর বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্য সফরে ইরানের সংগে করা যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি নিয়ে কথা বলবেন পোম্পেও।এই চুক্তির সংশোধন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।