পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার এখন মাওয়া

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার এখন মাওয়া

শেয়ার করুন

Photo mushiganj 08.08 (4)
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতু নির্মানের সুপার স্ট্রাকচার (স্পান) সোমবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে পৌছেছে। চীনে তৈরী এই সুপার স্ট্রাকচার মাওয়া প্রান্তে পৌছানোর সত্যতা নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি জানান, বেলা ১২ টার দিকে মাওয়া এলাকার পদ্মা সেতু নির্মান প্রকল্প এলাকায় পৌছেছে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার তথা স্পান বহনকারী জাহাজ।
Photo mushiganj 08.08 (1)
২০১৯ সাল নাগাদ পদ্মা সেতু নির্মান কাজ শেষ হবে। সেই লক্ষ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো সুপার স্ট্রাকচার চীন থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মান প্রকল্প এলাকায় পৌছায়।#