‘নুর চৌধুরীকে ফেরত আনতে কানাডার আদালতে আইনি লড়াই করবে সরকার’

‘নুর চৌধুরীকে ফেরত আনতে কানাডার আদালতে আইনি লড়াই করবে সরকার’

শেয়ার করুন

Untitled-4-1নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নুর চৌধুরীকে ফেরত দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি । পরে প্রবাসীদের সংবর্ধনায় দেয়া বক্তব্যে, নুর চৌধুরীকে ফেরাতে কানাডার আদালতে আইনি লড়াই করার কথা জানান প্রধানমন্ত্রী।

জি-৭ সম্মেলন শেষে কানাডার স্থানীয় সময় রোববার সকালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৈঠকে প্রধানমন্ত্রী ট্রুডোকে জানান, নূর চৌধুরী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী এবং বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় তাকে ফেরত দিতে অনুরোধ করেন তিনি।

নুর চৌধুরীতে ফেরাতে কানাডীয় আইনের জটিলতার কথা উল্লেখ করেন ট্রুডো। বলেন, কানাডায় নূর চৌধুরীর নাগরিকত্ব নেই। তাই আইনি জটিলতা নিরসনে কাজ করছেন তারা।

স্থানীয় সময় রোববার বিকেলে, টরেন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে কানাডিয়ান আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।
আপস…
সেখানে রাখা বক্তব্যে, আগামী নির্বাচন সুষ্ঠু করা এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি।

বিএনপি- জামায়াত সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, তারা ক্ষমতায় আসলে আবারো সন্ত্রাসের জনপদ হবে বাংলাদেশ।