নারী বিশ্বকাপ টি-২০ বাছাই পর্বে উদ্ধোধনী দিনে বাংলাদেশের খেলা

নারী বিশ্বকাপ টি-২০ বাছাই পর্বে উদ্ধোধনী দিনে বাংলাদেশের খেলা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী টি-২০ বাছাইপ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

আয়ারল্যান্ডে এই বাছাই পর্ব থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২০ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রাথমিকভাবে বাছাইপর্বের টিকিট না পেলেও, জিম্বাবুয়ের স্থায়ী সদস্যপদ স্থগিত হওয়ায় সুযোগ মিলেছে নামিবিয়ার।

মূল বাছাইপর্ব শুরুর আগে ২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে অংশ নেওয়া ৮ দল। A গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। B গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৩১ আগষ্ট উদ্ধোধানী ম্যাচের পর, ১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। আর ৩ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনাল। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।