নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে বিপাকে কন্যা ইভানকা

নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে বিপাকে কন্যা ইভানকা

শেয়ার করুন

ivanka trumpএটিএন টাইমস ডেস্ক:

জার্মানিতে অনুষ্ঠানরত জি-২০ উইমেন্স সামিটে নারীদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে বিপাকে পড়েছেন ইভানকা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার হওয়ার পর দেশের বাইরে এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

সামিটে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিনা লাগার্দসহ জি-২০ ভুক্ত দেশগুলোর প্রভাবশালী নারীদের সঙ্গে প্যানেল আলোচনায় অংশ নেন ইভানকা ট্রাম্প।

এ আলোচনায় তারা মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে উৎসাহমূলক বক্তব্য রাখেন। তবে নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণে শ্রোতাদের তোপের মুখে পড়েন ইভানকা।

বক্তব্যের এক পর্যায়ে ইভানকা ট্রাম্প বলেন, তার বাবা নারীদের সাফল্য এনে দিতে সক্ষম। এটা তার একটা অসাধারণ ব্যাপার। ট্রাম্পকন্যার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্যানেল আলোচনার দর্শকরা।