দেশীয় চামড়াজাত পণ্যের প্রতি ঝুঁকছে বিদেশী ক্রেতারা

দেশীয় চামড়াজাত পণ্যের প্রতি ঝুঁকছে বিদেশী ক্রেতারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশীয় চামড়াজাত পণ্যের প্রতি ঝুঁকছেন বিদেশি ক্রেতারা। তারা চাইছেন, পরিবেশসম্মত উপায়ে উৎপাদিত মানসম্মত পণ্য। তাই সাভারের চামড়া শিল্প নগরী পুরোপুরি চালু হলে রপ্তানি অনেকটাই বাড়বে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের।

দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত চামড়া। এ খাত থেকে রপ্তানি করে গত অর্থবছরে আয় হয়েছিলো ১২৩ কোটি মার্কিন ডলার।

যা বিশ্ব বাজারে মোট রপ্তানির দশমিক পাঁচ( ৫০) শতাংশ। আর চলতি বছরে এই টার্গেট ১৩৮ কোটি মার্কিন ডলার। অথচ বাংলাদেশী চামড়ার খ্যাতি বিশ্ব জুড়ে। আর এ খ্যাতিকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। এজন্য চামড়া ও চামড়াজাত পণ্যকে চলতি বছর দেয়া হয়েছে বর্ষসেরা পণ্যের তকমা। রপ্তানিতে দেয়া হচ্ছে ১৫ শতাংশ নগদ সহায়তা। স্থাপন করা হয়েছে পরিবেশসম্মত শিল্প নগরী।

উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক চামড়াজাত পণ্যের রপ্তানি বাজারের ৬০ শতাংশ চীনের দখলে। তবে, দেশটিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক নামি-দামি ব্র্যান্ডই কম খরচে পণ্য পেতে, ঝুঁকছে বাংলাদেশের দিকে। তবে, ট্যানারিগুলোর বিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগ থাকায় বাংলাদেশ থেকে পণ্য কিনছেন না অনেক ক্রেতা। তাই আশা সাভারের চামড়া শিল্প নগরী নিয়ে।