দুর্নীতি কমাতে তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রয়োজন: প্রধান তথ্য কমিশনার

দুর্নীতি কমাতে তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রয়োজন: প্রধান তথ্য কমিশনার

শেয়ার করুন

golam rahmanডেস্ক রিপোর্ট:

দেশ থেকে দুর্নীতি কমাতে তথ্য অধিকার আইনের বিশেষ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান।

বিকালে রাজধানীর আগারগাওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে বিদ্যমান প্রায় সাড়ে এগার হাজার আইনের মধ্যে তথ্য অধিকার আইন অনন্য। সারা দেশে ২৫ হাজার কর্মকর্তা তথ্য দেয়ার কাজ করছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ওই দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি করা হবে। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা এবং তথ্য মেলা অনুষ্ঠিত হবে।