দিন শেষে সুবিধাজনক অবস্থায় শ্রীলঙ্কা

দিন শেষে সুবিধাজনক অবস্থায় শ্রীলঙ্কা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ছিলো পাকিস্তান ও শ্রীলংকা উভয় দলের। করুণারত্নে ও চান্দিমালের হাফ-সেঞ্চুরিতে দিন শেষে লংকানদের স্কোর ৪ উইকেটে ২২৭ রান।

টস জিতে ব্যাট করা শ্রীলংকা, ভালোভাবে প্রথম ঘন্টা সমাল দেয়।তবে এরপরই পাক বোলাররা চেপে বসে লংকান ব্যাটিং-লাইনে।দলীয় ৩৪,৩৫ এবং ৬১ রানে, সিলভা, থ্রিমান্নে এবং মেন্ডিসের উইকেট হারায় সফরকারিরা। তবে, করুণারত্নে ও চান্দিমালের সেঞ্চুরি পার্টনারশিপে ভালো অবস্থায় যায় শ্রীলংকা।

ব্যাক্তিগত ৯৩ রানে ওপেনার করুণারত্নে রান আউট হয়ে ফিরলেও, ডিকওয়েলাকে সঙ্গে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন চান্দিমাল।৬৬ রানের অবিছিন্ন এই জুটিতে নিরাপদে দিন শেষ করে শ্রীলংকা। ৬০ রানে চান্দিমাল এবং ৪২ রানে উইকেটে আছেন ডিকওয়েলা।ইয়াসির শাহ ২টি ও হাসান আলী নিয়েছেন ১টি উইকেট।